Indiapost24 Desk:পশ্চিমবঙ্গে ডেঙ্গির দাপটে কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন | বেশ কিছু মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে | রাজ্য প্রশাসনও পুরসভাগুলি ডেঙ্গি মোকাবিলায় ব্যার্থ বলে আগেই অভিযোগ তুলেছে বিজেপি নেতারা | এবার বাম শিবির ও কংগ্রেসও প্রশাসনিক ব্যার্থতার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেছেন | সিপিএমের কলকাতার জেলার নেতারা ডেঙ্গি মোকাবিলায় সরকার ও পুরসভার ব্যার্থতার অভিযোগ তুলে ১লা নভেম্বর কলকাতার রাস্তায় নামছেন |
একইভাবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ডেঙ্গি ছড়িয়ে পড়ার উদ্বেগ জানানোর পাশে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছেন | আগেই বিজেপি , এস ইউ সি প্রভৃতি দল কলকাতা ছাড়াও রাজ্যের বেশ কিছু অংশে প্রতিবাদ কর্মসুচি গ্রহণ করেছেন | কলকাতাও লাগোয়া এলাকায় সরকারি ,বেসরকারি হাসপাতালগুলির পাশে বেসরকরি নার্সিংহোম গুলিতেও জ্বরে আক্ৰান্ত আতঙ্কিত মানুষজন ছুটে আসছেন ভর্তি হওয়ার জন্য | রাজ্য সরকারও কলকাতা , বিধাননগর পুরসভা মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেও আতঙ্ক , উদ্বেগ যে বাড়ছে তা বলাই বাহুল্য |Home / Breaking News /
Top News /
West Bengal
/ "ডেঙ্গি নিয়ে ক্রমেই সরব হচ্ছে,রাজ্যের বিরোধী শিবির "
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment