Indiapost24 Desk:পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃনমূল কংগ্রেস সাংসদ সুলতান আহমেদের অকাল মৃতুতে আসনটি খালি হয়েছে |একই ভাবে উত্তর ২৪ পরগণা জেলার নোয়াপাড়ায় প্রবীণ গান্ধীবাদী বিধায়ক মধুসূদন ঘোষের মৃতুতে আসনটি শুন্য হয়েছে |কংগ্রেসের দলত্যাগী নেতা মানস ভূইঁয়া তৃনমূল কংগ্রেসে যোগদান করার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সংসদ করেছেন |ফলে তাকে বিধানসভার নির্বাচন ক্ষেত্র সবং আসন ছাড়তে হয়েছে |উলুবেরিয়া লোকসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুরে জেলার সবং ও উত্তর ২৪ পরগণার নোয়াপাড়া বিঁধানসভা কেন্দ্র এর উপনির্বাচনে জয়ের ব্যাপারে প্রবল অনত্মবিস্বাসী রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা |মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উলুবেরিয়া লোকসভা আসনে দলের জয়ের মার্জিন বাড়ানোর পাশে দুটি বিধানসভা কেন্দ্ৰ দল যেনো বড়ো মার্জিনে লিড দিতে পারে সেদিকে দৃষ্টি রাখেন দলনেতারা |২০১৬ সালে বিধানসভা নির্বাচনে উত্তর নোয়াপাড়ায় কংগ্রেস ,সবংয়ে কংগ্রেস ও উলুবেরিয়া লোকসভায় তৃনমূল কংগ্রেস প্রাথীরা বিজয়ী হয়েছেন |
এবারে উপনির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট ছিন্ন হওয়া ও উপনির্বাচনে বাম ,কংগ্রেস ও বিজেপি পৃথকভাবে আসন লড়াইয়ের ঘটনায় বিরোধি শিবিরের প্রতি সাধারণ মানুষের উৎসাহ অনেক কমে যাবে বলে মনে করা হচ্ছে |২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর বামেরা সাংগঠনিক ও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়ায় শাষকদল বাড়তি রাজনৈতিক সুবিধা পেয়েগেছে |বিজেপি প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এলেও আগামী উপনির্বাচনে রাজনৈতিকমহল তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে সুনিশ্চিত |
0 comments:
Post a Comment