মোস্তাক আহমেদ জামাদার :পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রবল দাপটে উত্তর ২৪ পরগণার দেগঙ্গা ও লেকটাউন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । দেগঙ্গায় মৃত্যু হয়েছে একাধিক , আক্রন্ত হয়েছে বহু মানুষ । একই ভাবে লেকটাউনে ঘরে ঘরে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়েছে । সাম্প্রতি মৃত্যু হয়েছে ৩৮ বছরের অনু দাসের । স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলছেন বিজেপি , কংগ্রেস , সিপিএম সহ বিরোধী দলগুলি । যদিও শাসক দল তৃণমুল কংগ্রেস এই সব অভিযোগ মানতে চাননি । দেগঙ্গা ব্লকে ডেঙ্গি ও অজানা জ্বরের পর এখন রাজ্য স্বাস্থ্য দপ্তর এলাকায় প্রয়জনীয় কর্মসুচি গ্রহণের ভাবনা চিন্তা চালাচ্ছেন।
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment