ভারত ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে আশঙ্কা হিন্দু যুব-ছাত্র বাহিনীর

NNS:উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী তথা কট্টরপন্থী হিন্দু নেতা যোগী আদিত্যনাথের হাতে গড়া হিন্দু যুব ছাত্র বাহিনী আশঙ্কা প্রকাশ করেছে যে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ২০২৭ সালে ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে এবং পরিণত হলে তা
অপ্রত্যাশিত কিছু হবে না.. হিন্দু যুব ছাত্র  বাহিনীর নেতা যোগেন্দ্র প্রতাপ   টমার্ আরও  মন্তব্যও  করেন  যে মুসলিমরা সন্তান চায় বলেই জন্ম দেয় না,বরং  ওরা সারা দেশ দখল করতে চায় এটা ওদের একটা পরিকল্পনা মাফিক চক্রান্ত তাই মুসলিম জনসংখ্যা এই হারে এই দেশে বাড়তে থাকলে 2027 সালের মধ্যেই ভারতের ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে.. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 2002 সালে এই সাম্প্রদায়িক হিন্দু যুব বাহিনী গঠন করে এবং  তখন থেকে তিনি এখনো এর প্রধান.
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment