রাজ্যসভায় রঘুরাম রাজন প্রস্তাব কেজরিওয়ালের

Indiapost24 Desk:আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী জানুয়ারি মাসে দিল্লি থেকে নির্বাচিত দলের তিন রাজ্যসভার সাংসদ এর অবসর নেওয়ার পর দলীয় নেতাদের বদলে সমাজের বিশিষ্ট জনদের রাজ্যসভায় পাঠানো হবে..তাই  রিসার্ভ  ব্যাংকের প্রাত্তন  গভর্নর রঘুরাম রাজনকে রাজ্যসভায় সংসদ করার প্রস্তাব দিয়েছে আম আদমি পার্টি.. রঘুরাম রাজন সেই প্রস্তাব বিবেচনা করছেন বলে সূত্রের খবর.. প্রসঙ্গত উল্লেখযোগ্য যে উপ  জামানায়  রঘুরাম  রাজনকে  রিসার্ভ  ব্যাঙ্ক এর  গভর্নর  করা হয় কিন্তু মোদী সরকার  ক্ষমতায় আসার পর তার  কার্যকালের মেয়াদ বাড়ানো হয়নি..যাইহোক বর্তমান মার্কিন মুলুক শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনায় নিযুক্ত রয়েছেন.. কয়েক দিনের মধ্যেই রঘুরাম রাজন তার সম্মতি দেবেন বলে আশা করছেন  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment