Indiapost24 Desk:মোদি সরকারের নোট বন্দির প্রথম বর্ষ পূর্তিতে কালা দিবসের জোরালো প্রস্তুতি নিয়েছে কংগ্রেস ,সিপিএম ,তৃনমূল কংগ্রেস ,সোপা ,বোসপা ,রাস্ট্রীয় জনতা দল ,জনতা দল (এস )সহ ১৮ টি বিরোধি দল |যদিও মোদি সরকার সম্পর্কে হঠাৎ নরম ও কংগ্রেসের অকৃতিম বন্ধ ডিএমকে কালা দিবসের কর্মসূচী থেকে নিজেদের সরিয়ে দিয়েছে |গুজরাট ,হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে মোদীর মাস্টার স্ট্রোকে ডিএমকের মত বদল এমনটাই সামনে এসেছে |পশ্চিমবঙ্গে সমস্ত ব্লকের রাজ্যের শাষক দল তৃনমূল কংগ্রেসের মিছিল সমাবেশের মাধ্যমে মোদি সরকারের নোটবন্দির বিরোধিতা করবে |এদিকে কংগ্রেসের হাইকমান্ডের নির্দেশে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কাল রাত ৮ টা মোমবাতি জ্বালিয়ে কলকাতার রিসার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক কার্যালয়ে এর সামনে প্রতিবাদ জানাবে |অন্যদিকে সিপিএম ,সিপিআই ,ফরওয়ার্ড ব্লক, এস ইউ সি ও সিপিআই লিবারেশন কাল রিসার্ভ ব্যাংকের প্রতিবাদ মিছিল ও সভার কর্মসূচী গ্রহণ করেছে |সিপিএম সূত্রে দাবি করা হয়েছে কাল কালা দিবসে ত্রিপুরা ,কেরালা ,নয়াদিল্লী ,চেন্নাই ,মুম্বই ,আমেদাবাদ সহ দেশের বামপন্থীরা পৃথকভাবে কর্মসূচী গ্রহণ করেছে |কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী নিজে গুজরাটের সুরাটে ভাষণ দেবেন |নয়াদিল্লী ,মুম্বই ,আমেদাবাদ ,হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন ব্যাঙ্কে কংগ্রেস সহ বিরোধিরা প্রতিবাদ এ সামিল হবেন |বিজেপি কাল ই বিরোধিদের কর্মসূচীর পাল্টা কালো থাকা বিরোধি কর্মসূচী গ্রহণ করেছে |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment