মোস্তাক আহমেদ : বিজেপি দলের কাজে কোচবিহার জেলার শীতলকুচি যাওযার পথে কোচবিহারে হরিণচওড়াতে রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষের কনভয় আটকালো পুলিশ । কনভয় আটকাতেই পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপি কর্মীদের । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী । এদিকে পুলিশ কনভয় আটকাতেই দিলীপ ঘোষের গাড়ির সামনে মিছিল - স্লোগান দিতে শুরু করে তৃণমুল কর্মী - সমর্থকরা । পাল্টা মিছিল শুরু করে বিজেপি কর্মীরাও । এই ঘটনায় তীব্র উত্তেজণা ছড়ায় এলাকায় ।বিক্ষোভের জেরে অবরুদ্ধ হোয়ে পড়ে ১২ এ জাতীয় সড়ক । ঘটনাস্থলে রাফ পৌছায় ও নিয়ন্ত্রণ বিক্ষোভ করে ।
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment