ডেঙ্গি মোকাবিলায় ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের সচেতনতা শিবির ও রক্তদান

মেহেদি হাসা মোল্লা::নদিয়ার জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে আজ অনুষ্ঠিত হল এক বিরাট রক্তদান শিবির।কল্যানী মেডিকেল কলেজের স্টুডেন্টস ইউনিয়ন এর পরিচালনায় আজ সকাল ১০ ঘটিকায় রক্তদান শিবিরের  সূচনা হয়।সারা রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকপে প্রান হারিয়েছেন বহু মানুষ।তাই ডেঙ্গি নিয়ে সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়।কলেজের প্রিন্সিপাল ডা:সান্তনু ব্যানার্জী ডেঙ্গির কারন,রোগের লক্ষন,ভয়াবহতা ও নির্মুলের উপায় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।উপস্থিত ছিলেন কলেজের ডিন অব স্টুডেন্টস অ্যাফেয়ার ডা:হরিশংকর পাঠক এবং অন্নান্য বিভাগের বিভাগীয় প্রধান সহ সমস্ত আধিকারিরা।
ডা:সান্তনু ব্যানার্জীর বক্তৃতার মাধ্যমে বেলা ১০ টায় অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয়।তারপরেই শুরু হয় রক্তদান শিবিরের প্রক্রিয়া।কলেজের অধ্যক্ষ্য থেকে শুরু করে প্রায় ৫৫ জন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রি তাঁদের রক্ত দান করেন।হাসপাতালের ব্লাড ব্যংক এর ইনচার্জ ডা:স্মিতা চক্রবর্তী জানান যে ডেঙ্গি আক্রান্ত দের অধিকাংশের চিকিৎসার জন্য রক্তের উপাদানের খুব প্রয়োজন। সেই চাহিদা মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন এবং তিনি বলেন সবার উপস্থিতি ও আন্তরিক সহযোগীতা এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডীত করেছে।স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় যে প্রতিবছরের মত এবছরও এই অনুষ্ঠানের আয়োজন করা কিন্তু এবছর ডেঙ্গির ভয়াবহতার কথা চিন্তা করেই রক্তদানের সাথে সাথে সচেতনতা শিবিরেরও আয়োজন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment