স্নেহাশিস মুখার্জী :রাজ্যে ডেঙ্গুর বিস্তার নিয়ে তৃণমূল সরকার যে পুরপুরি ব্যার্থ তা আরও একবার স্মরণ করিয়ে দেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা টলিউড এর রোমান্টিক হিরো জয় ব্যানার্জী | প্রসঙ্গত কিছুদিন আগে গলসির নতুনবাজারের সাঁকো মাঠেও তিঁনি বক্তব্য রাখতে গিয়ে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি নিয়ে রাজ্যসরকারের উদাসীনতার কথা উত্থাপন করেছিলেন | আর গতকাল মঙ্গলবার বর্ধমানের পূর্বস্থলীর পাটুলির কাঙলাইলে বক্তব্য রাখতে গিয়ে তিঁনি রাজ্য সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেনঃ " যদি রাজ্য সরকার অসহায় রোগিদের সঠিক চিকিৎসা না করে তাহলে প্রয়োজনে যারা মারা গেছেন আর যারা খুবই অসুস্থ তাঁদের আত্মীয়দের সকলকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ী ঘেরাও করবেন |
এবং তাতে যদি মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন বাধা দেয় যদি রক্ত ঝরে তাহলে রক্ত ঝরবে | এরপর তিঁনি বলেন আমাদের পশ্চিমবঙ্গ সারা বিশ্বে এক বিশেষ নামে পরিচিত ছিল | যে বঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর , নেতাজি সুভাষচন্দ্র , বিবেকানন্দের মত মহীয়সীদের জন্মস্থান হিসাবে মানুষের কাছে পরিচিত ছিল , সেই বঙ্গ তৃণমূল অপশাসনে গোটা ভারতবর্ষ আজ মদন , তাপস , ও সুদীপের বাংলা হিসাবে চেনে "| এরপরেই রাজ্য বিজেপির সদস্য জয় ব্যানার্জী রাজ্যের পুলিশ প্রশাসনকে কটাক্ষ করে বলেন -" আমার বাবা পুলিশ ছিল কিন্তু আমার বলতে লজ্জা লাগে | কারণ এখন অন্য রাজ্যের পুলিশরা আমাদের রাজ্যের পুলিশের কাছে শিক্ষা নেয় কি ভাবে তোলা তুলতে হয় | অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে , কিভাবে ট্রাক আটকে তোলা তুলতে হয় | তবে এখানে পুলিশের কোন দোষ নেই | কারণ এখন সারদাও নেই , সেরকম কোন ঘটনাও নেই | তাই ওঁদের টাকা গুলো অচল হোয়ে গেছে | তাই এখন পুলিশের তোলা থেকে তৃণমূলের পার্টি ফান্ডে টাকা জমা পরে | তাই তো সিপিএম যখন চলে গেছিলো তখন মাটি খুঁড়লে শুধু কঙ্কাল পাওয়া যেত আর তৃণমূল যখন চলে যাবে তখন মাটি খুঁড়লে শুধু টাকা টাকা আর টাকা পাওয়া যাবে | "
সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক রাজীব ভৌমিক , রাজ্য বিজেপির কমিটির সদস্য জয় ব্যানার্জী , জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ , ও জেলা নের্তৃত্ব প্রমূখ | এইদিন জনসভায় কিন্তু, শাসকদলের নেতাকর্মীদের দীর্ঘ প্রতিশ্রুত পূরণ না হওয়ার অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে প্রায় ১২০০ কর্মী বিজেপিতে যোগদান করেন |তবে এদিনের প্রায় ৭০০০ মানুষের ভিড়েও টলিউডের রোমান্টিক হিরো তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য জয় ব্যানার্জীর জনপ্রিয়তা ছিল চোখে পড়বার মত | তাঁর মহিলা সমর্থকরা এদিনও তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয় | জাতীয় রাজনীতিতে তাঁর এই জনপ্রিয়তা যেকোনো নেতার কাছে ঈর্ষণেও |
0 comments:
Post a Comment