স্নেহাশিষ মুখার্জি :প্রণয় ঘটিত সম্পর্কের জেরে আজ নদিয়ার শান্তিপুরের হরিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ইন্দ্রানী সাহার ঝুলন্ত দেহ তার বাড়ীর তাঁত ঘর থেকে উদ্ধার করা হয় | মেয়ের বাড়ীর অভিযোগ কয়েক বছর ধরে ইন্দ্রাণীকে তাদের পাড়ারই সুরজিৎ নানাভাবে উত্যক্ত করতো | ইন্দ্রাণীকে বিয়ের প্রস্তাব পর্যন্ত্য দিয়েছিলো সুরজিৎ | স্থানীয় সূত্রে জানা যায় পেশায় হোটেলে কর্মরত এক যুবকের সাথে ঘনিষ্ঠ মেলামেশা নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত ইন্দ্রানীর সঙ্গে তার পরিবারের | ইন্দ্রাণীর বাবা সুজয় সাহা কখনই চাইতেন না তাঁদের মেয়ে ঐরকম একটা ছেলের সাথে মিশুক | বাড়ীর চাপে ইন্দ্রাণী কিছুটা দমে গেলেও সুরজিৎ তাকে নানা ভাবে রঙ্গিন স্বপ্ন দেখাতে থাকে |
গতকাল রাত্রে যে কোন বিশেষ কারণে জীবনের প্রতি চরম বিতৃষ্ণা আসায় আত্মহননের মত একটা পথ সে বেছে নেয় | তবে পারিবারিক সূত্রের খবর গতকাল রাতে তার প্রেমিকের সঙ্গে তার চরম মনোমালিন্যের আভাস আঁচ করেছিল তার বাবা সুজয় সাহা | সকালে তাঁতিরা কাজ করতে এলে দেখে পাওয়ার লুমের কাঠের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় ইন্দ্রাণীকে | ঘটনার খবর পেয়ে শান্তিপুর পুলিশ প্রশাসন সুজয় সাহার তাঁতের ঘর থেকে ঝুলন্ত বডি উদ্ধার করে | বডি ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে | পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যায় মেয়ের বাড়ী থেকে এই সম্পর্ক স্বাভাবিক ভাবে মেনে না নেওয়ায় এই আত্মহত্যা |
গতকাল রাত্রে যে কোন বিশেষ কারণে জীবনের প্রতি চরম বিতৃষ্ণা আসায় আত্মহননের মত একটা পথ সে বেছে নেয় | তবে পারিবারিক সূত্রের খবর গতকাল রাতে তার প্রেমিকের সঙ্গে তার চরম মনোমালিন্যের আভাস আঁচ করেছিল তার বাবা সুজয় সাহা | সকালে তাঁতিরা কাজ করতে এলে দেখে পাওয়ার লুমের কাঠের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় ইন্দ্রাণীকে | ঘটনার খবর পেয়ে শান্তিপুর পুলিশ প্রশাসন সুজয় সাহার তাঁতের ঘর থেকে ঝুলন্ত বডি উদ্ধার করে | বডি ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে | পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যায় মেয়ের বাড়ী থেকে এই সম্পর্ক স্বাভাবিক ভাবে মেনে না নেওয়ায় এই আত্মহত্যা |
0 comments:
Post a Comment