NNS:আইএসআইয়ের মদতপুষ্ট সিমান্তপার খালিস্তানি জঙ্গীরা নতুন করে পাঞ্জাব এ সক্রিয় বলে মনে করছেন কেন্দ্রিয় গোয়েন্দারা |যদিও কংগ্রেস শাসিত পাঞ্জাব প্রশাসন এটা মানতে রাজি নন |শুধু পাঞ্জাবেই নয় হরিয়ানা ,দিল্লি ,রাজস্থান ,পশ্চিম ঊত্তরপ্রদেশেও খালিস্তানি জঙ্গীরা গোপণ আস্তানা গড়ে তুলতে সক্রিয় |আজ অমৃতসরের রাস্তায় এক হিন্দু সংগঠণের নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় |সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই চাঞ্চল্যকর ভিডিওটি ভাইরাল হয়েছে |অমৃতসর -বাতলা রোড এ ভারতনগর এলাকায় হিন্দু সংঘর্ষ সেনার শীর্ষ নেতা বিপিন শর্মাকে গুলি করে হত্যা করা হয় |এক বন্ধুর দোকানে দাঁড়িয়ে ছিলেন নিহত ব্যক্তি |সেই সময় আচমকা চার সশস্ত্র ব্যক্তি বাইকে এসে ৪৫ বছর বয়সী হিন্দু নেতাটিকে লক্ষ করে গুলি ছুড়ে চম্পট দেয় |হামলাকারী ৪ জনের মধ্যে ২ জন পাগড়িধারী ছিলো বলে জানা গেছে |আজ থেকে ১৪ দিন আগে পাঞ্জাব এ আরএসএস নেতা রবীন্দ্র গোঁসাইকে হত্যা করা হয়েছিল |গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাবার পর নিহত হিন্দু সংগঠণের নেতাকে এসকর্ট হাসপাতাল এ নিয়ে গেলে চিকিৎসকরা দেখেন তার মৃত্তু হয়েছে |নিহত ব্যাক্তির দেহে ১৫ টি ক্ষত পাওয়া গেছে |অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব গণমাধ্যমকে জানিয়েছেন যে রাস্তার দুধারের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে |এদিকে হিন্দুসংগঠনের নেতার হত্যাকান্ডের পর প্রশাসনের ঘটনার নিন্দা করে দুষ্কৃতীদের গ্রেপ্তারে সব ধরণের চেষ্টা করা হবে জানিয়ে দেওয়া হয় |মাত্র ২ সপ্তাহের মধ্যে ২ জন নেতার হত্যাকান্ডের ঘটনা নিশ্চিতভাবে পাঞ্জাবের মূখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ওপর চাপ বাড়বে বলেই মনে করেন পর্যবেক্ষক মহল |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment