বিজেপির বিরুদ্ধে বিরোধিদের শুরু জোট বাঁধার সক্রিয়তা

NNS:কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার ,বিজেপি দল ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে জোট বাঁধার সক্রিয়তা শুরু করেছেন একাধিক বিরোধি দলের নেতা -নেত্রীরা |তবে উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনে মায়াবতী ও মূলায়লম যে ,একজোট করা যাবে না সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল .|২০১৬ সালে মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কংগ্রেস -বামপন্থীদের জোটের বিরুদ্ধে তিক্ত যুদ্ধের পর আবার কংগ্রেস ও তৃনমূল কংগ্রেস কাছাকাছি আসছে |৮ নভেম্বর নোটবন্দির বর্ষপূর্তিতে পশ্চিমবঙ্গে নিজেদের মধ্যে বোঝাপড়া করে বাম শিবির ,কংগ্রেস ,তৃনমূল কংগ্রেস পৃথকভাবে হলেও রাস্তায় নেমে প্রতিবাদের কর্মসূচী নিয়েছে |এর আগে সেনা পেনশন বিতর্ক ও এনডিটিভি ইসুতে তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন জানিয়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী ও দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেই |মূলত জাতীয় রাজনীতিতে লক্ষে দুই কংগ্রেস মোদি সরকারের বিরোধিতায় কাছাকাছি আসছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল |
এদিকে বামপন্থিদের সাংসদ সংখ্যা কম হওয়ায় পশ্চিমবঙ্গের ব্যাকফুটে থাকা বামপন্থিদের সঙ্গে সমঝোতার চেয়ে তৃনমূল কংগ্রেসকেই গুরুত্ব দিচ্ছেন সনিয়া গান্ধী ,রাহুল গান্ধীরা |অন্যদিকে প্রকাশ কারাট শিবির রাজস্থান ,কর্ণাটক ,ছত্রিশগর ,মদ্যপ্রদেশ ,ত্রিপুরার মত ৫ টি রাজ্যে এর নির্বাচনে বামফ্রণ্ট গতভাবে লড়বার পাশে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা নাকচ করতে উঠে পরে লেগেছেন,তবে পশ্চিমবঙ্গে দুই কংগ্রেস কাছাকাছি আসা নিয়ে সন্দেহ থাকলেও কংগ্রেস হাইকমান্ড এর নির্দেশিকা যে প্রদেশ কংগ্রেস নেতারা অমান্য করতে পারবেন না সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল .......
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment