Indiapost24 Desk:মোদি সরকারের জনবিরোধী নীতি ও কালো টাকা ইসুতে ভেতরে ও বাইরের সব বিরোধি দলকে একজোট করে মোদি সরকারের বিরোধিতা করবার যে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন জল ঢেলে দিলেন তাতে সিপিএম পলিটবুরো সদস্য বৃন্দ কারাত |দুর্নীতি দমনে কালো টাকার কারবারিদের শাস্তি দিতে সময় চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |আর তার বিরুদ্ধেই সুর চড়ালেন বৃন্দা কারাট |মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করে তিনি বলেন ,সারদা নারোদা কাজের কালো ছায়া দাঁড়িয়ে রোয়েছে তৃনমূল কংগ্রেসে |তৃণমুল কংগ্রেস যখন সারদা নারোদার মত দুর্নীতিতে যুক্ত সেইসময় তারা কি করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায় সেই প্রশ্ন ও তোলেন বৃন্দা কারাট |বেনামে সমপ্পত্তি বিরোধি অভিযান নিয়ে গুজরাটের জনসভায় সময় চেয়েছেন বলে মোদীকে কটাক্ষ করেছেন বলেও তোপদাগেন বৃন্দা কারাট |অভিযোগ করেন যারা বেতন পাচ্ছেননা তাদের কান্না দেখবনা ,প্রধাণমন্ত্রীর কান্না দেখবো ?
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment