সময় হলে হবে, না হলে না হবে :সালমান খান

বয়স পঞ্চাশের ঘরে পৌঁছালেও এখনো বিয়ে করেননি ভাইজান ।ফলে অনেক ভক্ত-শুভাকাঙ্খীদের প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় বলিউড  সুপারস্টার  সালমান খানকে। সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারেও এ নিয়ে তাকে প্রশ্ন করা হয়।   এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে এর কোনো উত্তর নেই। তবে আমি খুশি, অনেক মানুষেরই আমার বিয়ে নিয়ে দুশ্চিন্তা আছে। কিন্তু আমি এই ভেবে অবাক হই, আমার বিয়েতে তাদের লাভ কী? এর বিশেষ কোনো জবাব নেই। হ্যাঁ নেই, আবার না নেই, সম্ভবতও নেই। সময় হলে হবে, না হলে না হবে। আমি অনেক খুশি, অনেক বেশি সুখে আছি।’

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment