মুর্শিদাবাদে জাল পাসপোর্টের হদিস

Indiapost24 Desk: পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত জেলা মুর্শিদাবাদের বহরমপুরে জাল পাসপোর্ট চক্রের সন্ধান মিলেছে.. প্রভাবশালী এক নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী ( রাজু মন্ডল )  ও তিনজন বাংলাদেশী সমেত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে.. ১২ লক্ষ টাকা দিয়ে এই চক্রের মাধ্যমে জাল পাসপোর্ট তৈরি করে বিদেশ(ফ্রান্স) যাওয়ার তোড়জোড় করছিল বলে অভিযোগ.. পুলিশ সূত্রের খবর যে,কয়েকদিন আগেই গোপন সূত্র মারফত খবর পাওয়া যায় যে  বাংলাদেশের সীমান্ত জেলা মুর্শিদাবাদে জাঁকিয়ে বসেছে এই জাল পাসপোর্ট চক্র.. গত বৃহস্পতিবার এই চক্রের এর নয় পান্ডাকে গ্রেফতারের পরই ওই পুলিশ কর্মীর নাম উঠে আসে,পরে তাকেও গ্রেফতার করা হয়. জেলায় জাল পাসপোর্ট চক্রের হাদিসে উদ্বেগ বেড়েছে পুলিশ প্রশাসনের অন্তরে ও সাধারণ মানুষের মধ্যে.. 

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment