Indiapost24 Desk:বাংলার নবান্ন উৎসবের মধ্যেই কলকাতা এবার মাতবে গঙ্গা কার্নিভালে |দুর্গাপুজোর বিসর্জন -কার্ণিভালকে ঘিরে কলকাতা ইতিমধ্যেই পর্যটক মহলের নজর কেড়েছে |সেই রেস্ ধরে রাখতেই রাজ্য সরকার ডিসেম্বরের গোড়াতেই কলকাতায় আয়োজন করতে চলেছে এই গঙ্গা উৎসবের |শুধু কলকাতা নয় ,হাওড়া শহরের একটা বড় অংশ এর সঙ্গে যুক্ত হবে |গঙ্গার দুকূল জুড়েই চলবে এই কার্নিভাল |৮ ডিসেম্বর থেকে শুরু হবে এই কার্নিভাল |চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত .মূল আয়োজক রাজ্য পর্যটন দপ্তর হলেও রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতা ও হাওড়া পুর নিগম এবং কলকাতা পুলিশ সহযোগি সংস্থা হিসেবে থাকছে |প্রতিবছর আলেনপার্কের সরকারি উদ্যোগে বড়োদিনের উৎসব চলে ডিসেম্বরে মাঝামাঝি নাগাদ |৩১ ডিসেম্বর বর্ষ বিদায়ের দিন পার্কস্ট্রিটকে উৎসবে ঘিরে ফেলা হয় |গঙ্গার দুইকূলের ৬ ঘাটকে কেন্দ্র করে হবে এই উৎসব |এগুলি হল কলকাতার আর্মেনিয়ান ঘাট ,মিলেনিয়াম পার্ক ,বাবুঘাট ,কদমতলা ঘাট ,প্রিন্সেপ ঘাট ,হাওড়া আর রামকৃষ্ণপুর ঘাট |ইতিমধ্যেই গঙ্গার পূর্বকুল অর্থাৎ কলকাতার দিকে আর্মেনিয়ান থেকে প্রিন্সেপ ঘাট ও পশ্চিম কূলে হাওড়া স্টেশন থেকে রামকৃষ্ণপুর দুকুল সাজে সেজেছে |নদীর ঘাটে বার্জে এনে তাতে মঞ্চ বেঁধে সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা ভাবা হচ্ছে |থাকবে গঙ্গা আরতির ব্যাবস্থা |মমতা বন্দ্যোপাধ্যায় চান ,গোটা উৎসবে শিশুরা অংশ নিক |ওই সময় স্কুলের চাপ থাকে না |তাই স্কুলের ৩০০০০ হাজার ছাত্রছাত্রী যাতে উৎসবে যোগ দিতে পারে তার ব্যাবস্থা করা হচ্ছে |বাচ্চাদের আনার বিশেষ বাস থাকবে |প্রতি ঘাটেই সন্ধে থেকে শুরু হবে নানা সংকস্কৃতির অনুষ্ঠান |হবে বাউল ফকির ,ভাটিয়ালি ,ভাওয়াইয়া ,কীর্তন ,..........নাচের মত কত কি |পর্যটন দপ্তর থেকে এই কার্ণিভ্যালকে ঘিরে ৩ দিন গঙ্গা বক্ষে ভ্রমণের জন্য বিলাসবহুল প্রমোদতরী চালানোর ব্যাবস্থা করেছে |এ নিয়ে সরকার ট্যুর অপারেটরদের সঙ্গে কথা বলছে |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment