মহিলাদের মধ্যে বাড়ছে তাড়াতাড়ি মৃত্যুর ঝুঁকি !!!

NNS:বিভিন্ন কারণে হতাশা বিষন্নতার ফলে মহিলাদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বাড়ছে |সমীক্ষায় দেখা গেছে বেশ কয়েক বছর বিষণ্ণতায় ভোগার ফলে মহিলাদের যে মানসিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তাদের মৃত্যুর ঝুঁকি বাড়ছে |ইউনিভারসিটি অফ ও এতাওয়ার গবেষক ইয়ান কোলম্যান জানিয়েছেন যে ,কয়েক বছর মহিলাদের মৃত্যুর কারণ নিয়ে সমীক্ষা করে দেখা গেছে বেশিরভাগ মহিলার মৃত্যু হয়েছে বিষণ্ণতার কারণে |বাড়ি বা কর্মজগতের পরিবেশ ,একার কাঁধে সমস্ত দায়িত্ব তারা হতাশা ও বিষণ্ণতায় ভোগেন |ফলে তাড়াতাড়ি মৃত্যুর কোলে ঢোলে পরছেন |২৫-৬০ বছর বয়সের মহিলারা বেশি বিষণ্ণতায় ভোগেন |ফলে তাদের জীবন থেকে ১০-১২ বছর কমে যায় |হতাশা ,অস্বাস্থকর ডায়েট ,শরীর চর্চার অভাব ,ধূমপান ,মদ্যপান ,নেশায় আসক্ত হয়ে পড়ার মত লক্ষণ দেখা দেয় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment