Indiapost24 Desk :জাতীয় নির্বাচন কমিশন এখনো পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ,নোয়াপাড়া ,সবং বিধানসভা কেন্দ্ৰ উপনির্বাচনের দিন ঘোষণা না করলেও শাসক দল ও বিরোধীদের প্রার্থী হওয়া কে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে |জানা গেছে উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের তৃণমুল কংগ্রেসের প্রয়াত সাংসদ তথা প্ৰাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুলতান আহমেদের নিকট আত্মীয়কে প্রার্থী হওয়ার প্রস্তাব নিয়ে তৃণমুল নেতৃত্ত আলোচনা চালাচ্ছেন |পশ্চিম মেদিনীপুরে সবং বিধানসভা কেন্দ্রে কংগ্রেস থেকে তৃণমূলে আসা দলত্যাগি নেতা মানস ভূঁইয়া এখন রাজ্যসভার সাংসদ |তিনি তার স্ত্রী বা ভাই কেই প্রার্থী করতে তৎপর যদিও তৃণমুলের জেলা সভাপতি অজিত মাইতি ,অমূল্য মাইতির নাম নিয়ে বিবেচনা চলছে দলীয় নেতৃত্বে |উত্তর ২৪ পরগনায় নোয়াপাড়ায় কংগ্রেসের বিধায়ক মধুসূদন ঘোষের শুন্য আসনে সারদা কাণ্ডে অভিযুক্ত ও বর্তমানে জামিনে মুক্ত রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র কেই প্রার্থী করা নিয়ে তৎপরহলেও খাদ্যমন্রী জোত্যিপ্রিয় মল্লিক ,নির্মল ঘোষ তাকে প্রার্থী করাই বিরোধি |ফলে নোয়াপাড়া নিয়ে সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |এদিকে বিজেপি ৩ কেন্দ্রে দলীয় প্রার্থী দিয়ে তৃণমুলের মূল প্রতিপক্ষ হতে চাইলেও সিপিএম ,কংগ্রেস উপনির্বাচন নিয়ে জোট হবে কিনা প্রার্থী কারা হবেন এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয়েছেন |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment