Indiapost Desk:তৃণমূল কংগ্রেস থেকেগেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর দলের কেন্দ্রীয় নেতৃত্ব মুকুল রায়কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন..গুজরাটের প্রথম দফার নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বাংলার আদি বিজেপি নেতাদের ইতি মধ্যেই পিছনে ফেলে দিয়েছেন তিনি.. জানা গেছে যে মুকুল রায়ের ঝুলিতে ৫৩ জন বিধায়কের ও ৭ জন সাংসদের নাম রয়েছে যারা ২০১৯ সালে আগামী লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেবেন বলে মুকুল শিবিরের দাবি.. সাংসদের মধ্যে বহু বিতর্কিত কে ডি সিং ছাড়াও এক চিত্রতারকা এর নামও ঘোরাফেরা করছে,আর বিধায়কের মধ্যেই নিজের ছেলে সুভ্রানশু রায়, শিউলি সাহা, অসীম মাঝি, চূড়ামণি মাহাতোর সহ অনেকের মধ্যে মুকুল শিবিরের দাবি যে পূর্ব মিডনাপারীর এক ডাকাবুকো তরুণ মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষনেতাও তৃণমূল সরকার এর নানা অভিযোগ দেখিয়ে বিজেপি যোগ দিতে পারেন.. মুকুল শিবিরে নির্ভরযোগ্য সূত্রের খবর পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূলে বিদ্রোহী নেতা ও কর্মীদের অনেকেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন.. যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মুকুল রায়ের ফাঁকা আওয়াজ ও বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস বলেই মনে করছেন..
Home / Breaking News /
Politics /
West Bengal
/ মুকুল রায়ের ঝুলিতে বহু তৃণমূল নেতা-বিধায়ক ও সাংসদের নাম
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment