Indiapost24 Desk:রাজ্যে চা বাগান কর্মীদের জন্য একগুচ্ছ নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্যে সরকার |রাজ্যে চা বাগান বন্ধ থাকার জন্য কর্মীদের যে সমস্যা হোয়েছে তার ই নিরসন করতে উদ্যোগী রাজ্য সরকার |গত কয়েক মাসে কিছুটা হলেও অবস্থার উন্নতি হয়েছে এই বাগানগুলিতে .এদের সাহায্য করতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বাগানগুলিতে একটি করে স্বাস্থকেন্দ্র ,রেশনের দোকান এবং লেবার অফিস খোলার |এই ৩টি কেন্দ্রই খোলা হবে একটা ভবনে |এই ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার ৮.৭৭ লক্ষ টাকা করে দেবে প্রত্যেকটি চা বাগানকে |অতি শীঘ্রই খাদ্যশস্য বিতরণ করা হবে কর্মীদের মধ্যে |দার্জিলিং ,কার্শিয়াং ,মিরিক ও কালিম্পঙে খাদ্যশস্য যোগানোর জন্য ৪ টি গুদাম তৈরি করবে রাজ্য |মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চা বাগান কর্মীদের ২ টাকা কেজি চাল দেওয়া হয় খাদ্য দপ্তরের তরফে |
(source-AITC)
0 comments:
Post a Comment