দাবাংয়ের কারণেই আজ আমি তারকা: সোনাক্ষী

'দাবাং' ছবির মাধ্যমে সালমানের বিপরীতে বলিউডে অভিষেক হয় সোনাক্ষি সিনহার। ২০১০ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর আর সোনাক্ষীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে তৈরি করেছেন শক্ত অবস্থান।এবার আরো বড় বাজেট নিয়ে আসছে দাবাং-৩। ডিএনএ ইন্ডিয়াকে সোনাক্ষী জানান, আজকে আমি তারকা হয়ে উঠেছি শুধু দাবাংয়ের কারণে। আমার চলার রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য সালমানের প্রতি কৃতজ্ঞ আমি। সালমান আমার মধ্যে যে বিশ্বাসটা তৈরি করে দিয়েছেন সেটিও একটি কারণ। দাবাংয়ে তার চরিত্রের নাম সব সময় অংশ হয়ে থাকবে।আজকে আমি যা হয়েছি, তা শুধু এই ছবিগুলোর জন্যই। আমি যে এখন ‘আকিরা’ এবং ‘নূর’-এর মতো নারীকেন্দ্রিক ছবিগুলোতে অভিনয় করার সাহস পাচ্ছি, তা-ও শুরুর দিকের ছবিগুলোর জন্যই। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে দাবাং-৩ ত্রর শুটিং। 

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment