আয় কমায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এর ৩০০ শাখা বন্ধ করার পরিকল্পনা ..........

Mostak Ahamed Jamader:পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আয় কমায় ক্ষতি বাড়ছে দিনকে দিন |শেষ পর্যন্ত মুনাফা বাড়াতে ব্যাঙ্কের ৩০০শাখা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন ব্যাঙ্কের কর্তারা |আগামী ১ বছরের মধ্যেই শাখাগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানান ব্যাঙ্কের মুখ্য নির্বাহী কর্তা সুনীল মেহেতা |পিএনবি সুত্রে জানা গেছে কয়েক বছর ধরেই ব্যাঙ্কের মুনাফা ভালো হচ্ছিলোনা |তাই ৩০০ শাখা প্ৰাথমিক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত হোয়েছে |তবে সবকটি শাখা একসাথে বন্ধ না করলেও কিছু শাখা ব্যাঙ্কের অন্য শাখার সাথে যুক্ত করা হোয়েছে |কলকাতার ধর্মতলা শাখাকে নিউমার্কেট শাখার সঙ্গে যুক্ত করা হয়েছে |সুনীল মেহেতা জানান ব্যাঙ্কের ৩ টি শাখা বন্ধ করা হয়েছে |বাকী শাখা চিহ্নিত করা হয়েছে .রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মধ্যে অন্যতম শীর্ষ ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ,গ্রাহক ১০ লক্ষ |এ পর্যন্ত সারা দেশে ৬৯৪০ টি শাখা রোয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment