Indiapost24 Desk:এতদিন সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলার প্যানেল দেখা যেত |এবার সৌর গাছ দেখা যাবে রাজ্যে |একটি বৃক্ষ থেকে প্রতিদিন ৫ কিলোওয়াট বিদ্যুৎ মিলবে |শুধু আর্থিক সাশ্রয় নয় ,গ্রিন সিটি গড়ার লক্ষে এই ধরণের 'সৌরগাছ 'শহরের পরিবেশ ও সৌন্দর্যয়নে সহায়ক হবে |মডেল হিসেবে কলকাতায় প্রথম সৌরগাছটি লাগানো হবে দক্ষিণ কলকাতার একটি পার্কে |এর সাফল্য দেখে রাজ্যের অন্যত্র বসানোর ব্যাপারে উদ্যোগী হবে বিদ্যুৎ দপ্তর |কেমন হবে সৌরগাছ ?গাছে যেমন ডালপালা থাকে ,সৌরগাছে ২০ টি শোলার প্যানেল থাকবে |প্রতিটি প্যানেল থেকে ২৫০ ওয়াট হিসাবে মোট ৫ কিলোওয়াট বিদ্যুৎ দৈনিক উৎপাদন ক্ষমতা থাকবে গাছের |গাছের উচ্চতা হবে ২৫ -৩০ ফুট |প্যানেলগুলি লাগনো থাকবে মাটি থেকে ১২ ফুট উপরের ৩ টি স্তরে ,যাতে গাছের গোড়ায় যে কোন কাজ করা যায় |সৌরগাছ বসানোয় সুবিধা কি ?বিশেষজ্ঞরা জানিয়েছেন ৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন শোলার প্যানেল বসাতে কমপক্ষে ৫০০বর্গফুট জায়গা লাগে |কিন্তু সৌরগাছের জন্য প্রয়োজন ৯বর্গফুট জায়গা |তাছাড়া গাছের আকারের কারণে দৃষ্টিনন্দন হয় |প্রসঙ্গত ২ বছর আগে সৌরবিদ্যুৎ চালিত আলো লাগিয়ে দেশপ্রিয় পার্কের ইলেক্ট্রিক বিল কমেছে ৮০%|কলকাতা পুরসভার যতীন দাস পার্ক ও মাড্রাস্ স্কোয়ার এ লাগিয়েছে এই আলো |মেয়র পরিষদ বলেন ২ বছরের মধ্যে কলকাতার সকল বড় পার্কে এই আলো লাগনো হবে |ফলে পরিবেশে ভালো প্রভাব পড়বে |
(source-AITC)
0 comments:
Post a Comment