Indiapost24 Desk:শহরের সুরক্ষায় এর আগে কলকাতা পুলিশ এর সশস্ত্র বাহিনীতে যুক্ত হোয়েছে কমান্ডো |সম্প্রতি বিদেশ থেকে ও দেশীয় পদ্ধতিতে তৈরী স্নাইপার রাইফেল ও কেনা হয়েছে কলকাতা পুলিশের তরফে |এবার শহরের আকাশপথে আরও নজরদারিতে শিগ্রই চপার ও কিনতে চলেছে কলকাতা পুলিশ |সশস্ত্র বাহিনীর সঙ্গে চপার সংযুক্তিকরণের খুঁটিনাটি ,চপারের বিশেষত্ব ,চপারগুলিকে কোথায় ল্যান্ডিং করিয়ে রাখলে সেখান থেকে বাহিনী দ্রুত নেমে আসতে পারবে |তা নিয়ে লালবাজারে আলোচনা করেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার সঙ্গে |প্ৰাথমিক সরকারি অনুমতি মেলার পর ৩-৪ টি সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও সেরে রাখা হোয়েছে |এবার সবুজ সংকেত পেলেই যোগ্য সংস্থাকে ওই চপার তৈরির বরাত দেওয়া হবে |চপারগুলিতে ৪ জনের বসার জায়গা থাকতে হবে |খুব কম জায়গার মধ্যে এবং খুব কম উচ্চতায় যাতে চপারগুলি ল্যান্ড করতে পারে |খুব দ্রুত ও সহজে চপারগুলি ওঠা নামা করতে পারে |এছাড়া এই চপারগুলিতে যাতে অস্ত্র লাগিয়ে তা উৎক্ষেপণ করা যায় সেই উপায় রাখছে কলকাতা পুলিশ |খুব তাড়াতাড়ি এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে খবর |একইসঙ্গে কলকাতা পুলিশ চপারে নজরদারি চালালে উপকৃত হবে শহরের লাগোয়া অন্যান্য পুলিশ কমিশনারেটগুলি |
(source-AITC)
(source-AITC)
0 comments:
Post a Comment