NNS:2G কাণ্ডে আজ সিবিআই আদলতের রায়কে স্বাগত জানালেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং |সিবিআই আদলতের রায় ঘোষণার পর মনমোহন সিং বলেন ,কোন সঠিক প্রমাণ ছাড়া ইউপিএ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে অপপ্রচার চালানো হচ্ছে |এমনকি গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টু জি কান্ডকে হাতিয়ার করে প্রচার চালিয়েছিলেন |
এদিকে কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি দাবি তুলেছেন ,টু জি কান্ড নিয়ে মিথ্যে অভিযোগ তোলা হোয়েছিলো |তার জন্য প্রাক্তন ক্যাইগ প্রধান বিনোদ রাই সহ বিজেপি নেতাদের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত |ইউপিএ আমলের কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা আইনজীবী কপিল সিব্বল বলেছেন 'আমার জিরো লস থিয়োরি আজ প্রমাণিত হল '|আমাকে যারা অভিযুক্ত করেছিলেন তারা এবার ক্ষমা চান বলে দাবি তুলেছেন |
আজকে সিবিআই আদলতের রায়ের প্রশ্ন উঠে গেল তাহলে কি ভারতে টু জি কেলেঙ্কারি কখনও হয়নি |আজ সিবিআই আদলতের রায় প্রকাশের পর কেন্দ্রের শাষকদল বিজেপির ওপর বিশেষত নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন কংগ্রেস নেতারা |জানা গেছে বিজেপি সভাপতি সুব্রামনিয়াম স্বামী প্রধানমন্ত্রীর কাছে সিবিআই আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার আর্জি জানিয়েছেন |
এদিকে কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি দাবি তুলেছেন ,টু জি কান্ড নিয়ে মিথ্যে অভিযোগ তোলা হোয়েছিলো |তার জন্য প্রাক্তন ক্যাইগ প্রধান বিনোদ রাই সহ বিজেপি নেতাদের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত |ইউপিএ আমলের কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা আইনজীবী কপিল সিব্বল বলেছেন 'আমার জিরো লস থিয়োরি আজ প্রমাণিত হল '|আমাকে যারা অভিযুক্ত করেছিলেন তারা এবার ক্ষমা চান বলে দাবি তুলেছেন |
আজকে সিবিআই আদলতের রায়ের প্রশ্ন উঠে গেল তাহলে কি ভারতে টু জি কেলেঙ্কারি কখনও হয়নি |আজ সিবিআই আদলতের রায় প্রকাশের পর কেন্দ্রের শাষকদল বিজেপির ওপর বিশেষত নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন কংগ্রেস নেতারা |জানা গেছে বিজেপি সভাপতি সুব্রামনিয়াম স্বামী প্রধানমন্ত্রীর কাছে সিবিআই আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার আর্জি জানিয়েছেন |
0 comments:
Post a Comment