বাংলাদেশের মার্কিন বিরোধী বিক্ষোভ তীব্র হচ্ছে .

Saiful Islam:Dhaka:বাংলাদেশে মার্কিন বিরোধী বিক্ষোভ ক্রমেই তীব্রতর হয়ে উঠেছে |জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে সরব বিভিন্ন রাজনৈতিক দল ও গণসংগঠন গুলি  |আজ একাধিক ইসলামবিরোধী দল ঢাকায় মার্কিন দূতাবাস অভিমুখে হাজার হাজার মানুষ এর বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে, দুপুরে ইসলামপন্থী ইসলামিক শাসনতন্ত্র আন্দলোন,ইসলামিক যুব আন্দলোন ও বাংলাদেশ ইসলামিক আন্দলোন নামে ৩টি দল ঢাকায় মার্কিন দুতাবাস অভিমুখে হাজার হাজার প্রতিবাদীকে নিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করে |মিছিল থেকে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা করার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করা হয় |এদিকে ঢাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো বেগম খালেদা জিয়া জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের স্বীকৃতিতে নতুন করে অশান্তির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন সঙ্গে শান্তি ও স্থিতি গুরুতর হতে পারে বলে করেন | এছাড়াও ফিলিস্তানি জনগণের আত্ম নিয়ন্ত্রণের অধিকার এই স্বীকৃতির দ্বারা বিপন্ন হতে পারে বলে খালেদা জিয়ার আশঙ্কা |এদিকে বাংলাদেশের ইসলামপন্থী শক্তিগুলির  মার্কিন বিরোধী বিক্ষোভে অসস্তিতে   পড়েছে শেখ হাসিনা প্রশাসন , ঠিক এমনটাই মনে করছেন পর্যবেক্ষক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment