Indiapost24 Desk:সর্বক্ষেত্রে আধার লিংক নিয়ে আজ সুপ্রীম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে সাধারণ মানুষের মনে স্বস্তি নেমে এসেছে .শেষ পর্যন্ত আধার সংযুক্তিকরণের চূড়ান্ত সময়ঃসীমা বাড়িয়ে দিল সুপ্রীম কোর্ট |কেন্দ্রের আর্জি মেনে সবক্ষেত্রেই আধার সংযুক্তিকরণের চূড়ান্ত সময়ঃসীমা বাড়িয়ে ৩১ শে মার্চ করল দেশের শীর্ষ আদালত |সুপ্রীম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এদিন অন্তর্বর্তী রায়ে আধার লিংকের সময়ঃসীমা বাড়ানোর কথা ঘোষণা করল |তবে আধার গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ করেছে কিনা সেই বিষয়ে সুপ্রীম কোর্ট চূড়ান্ত রায় দেবে ১৭ জানুয়ারিতে |সুপ্রীম কোর্টে এর এই নির্দেশের ফলে ব্যাঙ্ক আকাউন্ট ,মোবাইল নম্বর ,প্যান কার্ড সহ সর্বক্ষেত্রে আধার লিংকের সময়ঃসীমা বেড়ে হল ৩১ মার্চ |এর আগে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্কের সময়ঃসীমা ছিল ফেব্রুয়ারি পর্যন্ত |একই সঙ্গে ব্যাঙ্ক আকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের সময়ঃসীমা ছিল ৩১ ডিসেম্বর থেকে বাড়ানোর কথা ঘোষণা করেছিল অর্থমন্ত্রক |এখনও দেশের প্রতিটি মানুষের কাছে আধার নেই |মূলত সেই পরিকাঠামোগত অভাবের কারনেই বাড়ানো হচ্ছে আধার সংযুক্তিকরণের সময়ঃসীমা |তবে আজ সুপ্রীম কোর্টের এই রায় এ সাধারন মানুষের মনে স্বস্তি দেখা দিয়েছে |পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আধারের সময়ঃসীমা বাড়ানোর সংবাদে ঘনিষ্ঠ মহলে স্বস্তি ব্যক্ত করেছেন বলে খবর |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment