Indiapost24 Desk:ডাক বিভাগে এবার বিজেপির দুর্নীতি প্রকাশ্যে এল জনসমক্ষে ।দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে নেমে দুর্নীতিরই শিকার হলেন বিজেপির এক নেতা। আর পদ হারিয়ে এবার আদালতের শরানাপন্ন হয়েছেন শান্তনু মুখার্জী নামে ওই নেতা। বুধবার হারানো পদ ফিরে পাওয়ার জন্য মামলার শুনানি ছিল। সিটি সিভিল কোর্টে মামলার শুনানি হয়।
বিজেপির ভারতীয় মজদুর সঙ্ঘের শাখা সংগঠন হিসাবে রয়েছে ভারতীয় পোস্টাল অ্যাসোসিয়েশন। ২০১৬ সালে এই সংগঠনের রাজ্য সম্মেলন হয়েছিল পারাদ্বীপে। সেখানে সংগঠনের সভাপতি হন শান্তনু মুখার্জী ও সম্পাদক হন সুগন্ধি মিশ্র ও অনন্ত্য পাল। সভাপতি হওয়ার কিছুদিনের ভিতরেই শান্তনুবাবুর কাছে উত্তরবঙ্গে দলের কিছু ছেলে অভিযোগ করে যে সম্পাদক সুগন্ধি মিশ্র ডাক বিভাগে চাকরি করিয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু চাকরি হয়নি। টাকাও ফেরত দেয়নি। অভিযোগ পাওয়ার পরই তিনি নিজে চলে গিয়েছিলেন উত্তরবঙ্গে। সেখানে গিয়ে দলের কর্মীদের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারেন যে একটা দুর্নীতি হয়েছে। ফলে তিনি বিষয়টি দলের শীর্ষ স্থানীয় নেতৃত্বকে জানান। হটাৎ কিছুদিন পর তাকে সভাপতি পদ থেকে কোনও নোটিশ না দিয়েই বেআইনি অপসারণ করা হয় । এই বিষয়টিকেই চ্যালেঞ্জ করে তিনি সিটি সিভিল কোর্টে মামলা দায়ের করেন। এদিন মামলাটির শুনানি হয়, শেষ পাওয়া খবর, এদিন রায়দান স্থগিত রেখেছে আদালত।
বিজেপির ভারতীয় মজদুর সঙ্ঘের শাখা সংগঠন হিসাবে রয়েছে ভারতীয় পোস্টাল অ্যাসোসিয়েশন। ২০১৬ সালে এই সংগঠনের রাজ্য সম্মেলন হয়েছিল পারাদ্বীপে। সেখানে সংগঠনের সভাপতি হন শান্তনু মুখার্জী ও সম্পাদক হন সুগন্ধি মিশ্র ও অনন্ত্য পাল। সভাপতি হওয়ার কিছুদিনের ভিতরেই শান্তনুবাবুর কাছে উত্তরবঙ্গে দলের কিছু ছেলে অভিযোগ করে যে সম্পাদক সুগন্ধি মিশ্র ডাক বিভাগে চাকরি করিয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু চাকরি হয়নি। টাকাও ফেরত দেয়নি। অভিযোগ পাওয়ার পরই তিনি নিজে চলে গিয়েছিলেন উত্তরবঙ্গে। সেখানে গিয়ে দলের কর্মীদের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারেন যে একটা দুর্নীতি হয়েছে। ফলে তিনি বিষয়টি দলের শীর্ষ স্থানীয় নেতৃত্বকে জানান। হটাৎ কিছুদিন পর তাকে সভাপতি পদ থেকে কোনও নোটিশ না দিয়েই বেআইনি অপসারণ করা হয় । এই বিষয়টিকেই চ্যালেঞ্জ করে তিনি সিটি সিভিল কোর্টে মামলা দায়ের করেন। এদিন মামলাটির শুনানি হয়, শেষ পাওয়া খবর, এদিন রায়দান স্থগিত রেখেছে আদালত।
0 comments:
Post a Comment