চলছে সবলা মেলা ২০১৭

Snehasis Mukherjee:শীত মানেই শহরজুড়ে মেলার হাতছানি |পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠি ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে শুরু হয়ে গেলো রাজ্য সবলা মেলা |মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত |সল্টলেক সেন্ট্রাল পার্কে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন সাধন পান্ডে ,ফিরহাদ হাকিম |উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুজিত বসুও |মেলায় থাকছে ৩২০ টি ষ্টল |স্টলে মিলবে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের হাতে তৈরি বিভিন্ন কারু শিল্পের কাজ |ঘর সাজানোর জন্য রকমারি জিনিস |মেলায় প্রতিদিন ই থাকছে নানা সংস্কৃতিক অনুষ্ঠানে এর আয়োজন |থাকছে বালুচরি ,জামদানি ,জারদৌসির মত নানা নজরকাড়া শাড়ির পসরা |বাংলার নিজস্ব হস্তশিল্পকে তুলে ধরা হলে এই মেলার মধ্যে দিয়ে। ৩২০ টি স্টলে পাওয়া যাচ্ছে বাংলার দেশজ হস্তশিল্পের অনন্য ভান্ডার।স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের পৃষ্টপোষকতায় এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে ‘মুক্তিধারা’ প্রকল্পটির আওতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য সুদূরপ্রসারী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এর আগেই। সেই সব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এবার সবল মেলার অষ্টম বর্ষের প্রধান মুখ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment