গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গে ভিভিপ্যাট

NNS:নির্বাচন কমিশন গুজরাট নির্বাচনে  ১০০% সাফল্য পাওয়ার পর পশ্চিমবঙ্গের  নির্বাচনে ভিভিপ্যাট মেশিন ব্যাবহার করেছে |সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভিভিপ্যাট ব্যবহার করায় খুশি সাধারন মানুষ |ইভিএম মেশিন নিয়ে তর্ক ও কারচুপির ব্যাপারে বিরোধিদের অভিযোগ রুখতে এবার তৎপর হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল |
সদ্য সমাপ্ত গুজরাট নির্বাচনে প্রথম ব্যাবহার করা হয় ভিভিপ্যাট মেশিন |এর মাধ্যমে ভোটররা নিজেরাই যাচাই করে নিতে পারেন তাদের ভোট মনপছন্দ প্রার্থীর ঝুলিতেই পড়ছে কি না |তবে ভিভিপ্যাট নিয়ে বিরোধিরা সরব হয়েছিলো এই যন্ত্রের নিরপেক্ষতা নিয়ে |১৮ ডিসেম্বর গুজরাট নির্বাচনের ফল ঘোষণা হবার পর কমিশন জানিয়ে দেয় ভিভিপ্যাট এর প্রয়োগ ১০০ % সফল |
যদিও অভিযোগ উঠছে গোধরা সহ কিছু কেন্দ্রে কংগ্রেস অল্প মার্জিনে হেরেছে সেখানে যন্ত্রের সঙ্গে ভিভিপ্যাট মেলেনি |গুজরাট বিধানসভা নির্বাচনের পরই জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেন পশ্চিমবঙ্গে সবং উপনির্বাচনে ব্যাবহার করা হবে ভিভিপেট গুজরাট নির্বাচন শান্তিপূর্ণ পরিস্থিতিতে হলেও এই রাজ্যে ভোটের সময় শাষক বিরোধী সংঘর্ষের অভিযোগ বার বার উঠেছে |
কেন্দ্ৰীয় বাহিনী নজিরবিহীন ভাবে মোতায়েন করা হয় |বিধানসভা থেকে লোকসভা এমনকি পঞ্চায়েত ও পুরোসভা নির্বাচনে অশান্তির ছবি বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছে |
তাই প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গে এমন ভোট আবহে কত শতাংশ নম্বর পাবে ভিভিপ্যাট |
এবারের সবং কেন্দ্রে প্রার্থী না হয়েও কার্যত নিজে হাতেই গোটা নির্বাচনী প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করেছেন তৃণমুল কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সদস্য মানস ভুইয়া |তিনি রাজ্যসভায় সদস্য হয়ে যাবার পর এই কেন্দ্রে নির্বাচনের দিন স্থির করে কমিশন |এবারেও নির্বাচনে অশান্তি ছড়িয়েছে তৃণমুল কংগ্রেস |বিরোধিদের অভিযোগ উরিয়ে মানস ভুইয়া বলেন কোন ধরনের বিতর্ক এড়াতেই ইতিমধ্যেই ভিভিপ্যাট ব্যাবহার করেছে কমিশন |তাই তারা যা বলেছেন তা আষাঢ়ে গল্প ছাড়া আর কিছু নয় |সবং এ নির্বাচন পুরপুরি শান্তিপুর্ণ ও অবাধ হয়েছে বলে দাবী মানস ভুইয়ার |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment