আগামী 29 জানুয়ারি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের সব বুথে এবার “ভিভিপ্যাট” ব্যবহার হতে চলেছে।এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে মোট 1801টি বুথ আছে। নির্বাচন কমিশন সূত্রে খবর , সব বুথেই ভিভিপ্যাটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে.. কাঁথি এবং সবং বিধানসভা উপনির্বাচনেও ভিভিপ্যাট-এর মাধ্যমে ভোট নেওয়া হয়।
ভিভিপ্যাট (VV PAT) যন্ত্রের বিশেষত্ব হল, ভোটার যে প্রার্থীকে ভোট দিচ্ছেন তাঁর নাম এবং প্রতীক চিহ্ন পর্দায় ফুটে উঠবে। ভোট দেওয়ার পরেও যদি ভোটারের মনে কোনও সংশয় থাকে তাহলে তিনি প্রিসাইডিং অফিসারের থেকে নির্দিষ্ট ফর্ম নিয়ে পূরণ করে তিনি দ্বিতীয়বার ভোট দেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।
তবে এই ভোটটি তাঁকে প্রিসাইডিং অফিসার, ভোটকর্মী এবং বিভিন্ন রাজনতিক দলের বুথ এজেন্টদের সামনে দিতে হবে।
উলুবেড়িয়ার ভোটের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের ভিভিপ্যাটের ব্যবহার দেখিয়ে দেওয়া হবে। হ্যান্ডবিল, কিয়স্ক প্রভৃতির মাধ্যমে ভিভিপ্যাটের ব্যবহার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে।
ভিভিপ্যাট (VV PAT) যন্ত্রের বিশেষত্ব হল, ভোটার যে প্রার্থীকে ভোট দিচ্ছেন তাঁর নাম এবং প্রতীক চিহ্ন পর্দায় ফুটে উঠবে। ভোট দেওয়ার পরেও যদি ভোটারের মনে কোনও সংশয় থাকে তাহলে তিনি প্রিসাইডিং অফিসারের থেকে নির্দিষ্ট ফর্ম নিয়ে পূরণ করে তিনি দ্বিতীয়বার ভোট দেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।
তবে এই ভোটটি তাঁকে প্রিসাইডিং অফিসার, ভোটকর্মী এবং বিভিন্ন রাজনতিক দলের বুথ এজেন্টদের সামনে দিতে হবে।
উলুবেড়িয়ার ভোটের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের ভিভিপ্যাটের ব্যবহার দেখিয়ে দেওয়া হবে। হ্যান্ডবিল, কিয়স্ক প্রভৃতির মাধ্যমে ভিভিপ্যাটের ব্যবহার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে।
0 comments:
Post a Comment