সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বিজেপির নদীয়া জেলার যুব সংগঠন

Pic captured by Bappa Das
Snehasis Mukherjee:সাম্প্রতিক কেরলে খুন হওয়া বাঙালি শ্রমিক হেমন্ত সরকারের পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে অর্থনৈতিক ভাবে সাহায্য ও পরিবারের কমপক্ষে একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার জোরাল দাবি জানালো বিজেপির নদীয়া জেলার যুব সংগঠন।এই ভাবে আজ সংগঠনের সভাপতি ভাস্কর ঘোষের নেতৃত্বে ও জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বদের  উপস্থিতিতে শান্তিপুর ডাকঘর মোড় থেকে সারা শান্তিপুর জুড়ে মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি মিছিল করে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয় জেলা বিজেপি |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment