মুম্বাইয়ে মমতা বিরোধী বেঙ্গলী ফোরাম

মৃত্যুঞ্জয় সরদার :আর এস এস ও বিজেপির প্রত্যক্ষ মদতে মুম্বাইয়ে তৈরি করা হয়েছে গেরুয়া শিবির ঘেঁষা বেঙ্গলী ফোরাম। মমতা হটাও,বাংলা বাচাঁও এই শ্লোগানকে সামনে রেখে মুম্বাইয়ে শুরু হয়েছে বেঙ্গলী ফোরামের কাজকর্ম। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই,গনতন্ত্র ভুলুন্ঠিত। পশ্চিমবঙ্গে ধমীয় অসহিষ্ণুতা ও মানবধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিজেপি ঘেঁষা বেঙ্গলী ফোরাম। 
মুম্বাইয়ে অথনৈতিক পরামর্শদাতা হিসেবে কর্মরত সৌমেন মুখোপাধ্যায়,মার্কেটিং এক্সপার্ট সুদীপ্ত দাস সহ শতাধিক বাঙ্গালী গেরুয়া শিবির ঘেঁষা ও মমতা বিরোধী এই বেঙ্গলী ফোরামের শীর্ষ ব্যক্তিত্ব। মমতার বিরুদ্ধে তাঁরা মুসলিম সংখ্যালঘু তোষনের রাজনীতি ও মৌলবাদী শক্তিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন। বিজেপি আর এস এস ঘেঁষা বেঙ্গলী ফোরাম মুম্বাইয়ে কর্মরত বাঙ্গালী হিন্দুত্বের মধ্যে প্রভাব বাড়ানো ও মমতা বিরোধী প্রচারকে জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment