২০০৭ সালে সালমান খান ও গোবিন্দা অভিনীত 'পার্টনার' ছবিটি মুক্তি পায় সঙ্গে বক্স অফিসে যথেষ্ট সফলতাও পায় সিনেমাটি। আবারো ১০ বছর পর একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সালমান-গোবিন্দ।
বলি-মহলে গুঞ্জন শোনা যাচ্ছে, 'পার্টনার' সিনেমার সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। 'পার্টনার-টু' অথবা 'ক্যারি অন পার্টনার' নামে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন সালমানের ভাই সোহেল খান। এতে পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন গোবিন্দ। আর লাভ গুরুর চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
'পার্টনার' সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ ও লারা দত্ত। তবে সিনেমাটির পরবর্তী সিক্যুয়েলে তারা থাকবেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত নয়। এটি পরিচালনা করবেন সোহেল খান।
বলি-মহলে গুঞ্জন শোনা যাচ্ছে, 'পার্টনার' সিনেমার সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। 'পার্টনার-টু' অথবা 'ক্যারি অন পার্টনার' নামে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন সালমানের ভাই সোহেল খান। এতে পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন গোবিন্দ। আর লাভ গুরুর চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
'পার্টনার' সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ ও লারা দত্ত। তবে সিনেমাটির পরবর্তী সিক্যুয়েলে তারা থাকবেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত নয়। এটি পরিচালনা করবেন সোহেল খান।
0 comments:
Post a Comment