মৃত্যুঞ্জয় সরদার :এই মুহূর্তে ঘরে বাইরে প্রবল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট নিবার্চনে বিজেপির পরাজয় ঘটলে মোদীর নেতৃত্বে যে,বড় চ্যালেঞ্জের মুখে পড়বে তা বলাই বাহুল্য। মোদী- অমিত শাহরা ভুল কৌশল নিয়ে বিভাজনের মধ্যে গুজরাটে বিজেপির জয়ের যে পদক্ষেপ নিয়েছেন তা মুখ থুবড়ে পড়তে চলছে। ২২বছর একছত্র শাসন চালানোর পর হিন্দুত্বের রসায়নগার গুজরাটে বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে গেরুয়া শিবির। দ্বিতীয় দফায় হাইভোল্টেজ নিবার্চনী প্রচার শেষ। ১৪ডিসেম্বর বিজেপির শক্তঘাঁটি মধ্য ও উত্তর গুজরাটের ১৩ আসনে ভোট গ্রহণ পর্ব হতে চলছে। মোদী-অমিত শাহের বিজেপিকে হারাতে গুজরাটে কংগ্রেসের নেতৃত্বে দক্ষিন, মধ্য গুজরাটের জোটবদ্ধ বিরোধীরা প্রথম পবের ৮৯ আসনে যথেষ্ঠ এগিয়ে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। প্রথম পর্বে গ্রামীণ গুজরাটে ধুলিসাৎ বিজেপি এমনটাই মত নিবার্চন বিশেষজ্ঞদের। সুরাটের মত শহরের বিজেপির ভরাডুবির ইঙ্গিত মিলেছে। তাই দ্বিতীয় পর্বের ভোটে বেশি জোর দিচ্ছে বিজেপি। দেশের একাধিক রাজ্য থেকে কয়েক হাজার বিজেপি -আরএসএস নেতা কর্মীদের প্রচার,নিবার্চন সংগঠনের জন্যে গুজরাটে জড়ো করা হয়েছে। অন্যদিকে বিজেপিকে ভাবাচ্ছে আভ্যন্তরীন নাশকতা।মোদী - অমিত শাহকে ডাউন করতে সক্রিয় দলেরই একাংশ। মোদী বিরোধী বিজেপি শিবির গুজরাটে বিজেপিকে ধাক্কা দিতে মরিয়া। তাই ঘরে বাইরে কড়া চ্যালেঞ্জের মুখে নরেন্দ্র মোদী,অমিত শাহরা।৮০ টি আসন জিতলেই বিজেপির মুখরক্ষা হতে পারে এমনটাই মনে করছেন মোদী- অমিত শাহ বিরোধী শিবির।
Home / Breaking News /
National /
Politics /
Top News
/ ঘরে বাইরে কড়া চ্যালেঞ্জের মুখে নরেন্দ্র মোদী
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment