বর্ধমান গলসীর সারুলে পিকআপ ভ্যান উল্টে মৃত ২,আহত ১১

মুজাফ্ফার আহমেদ:বর্ধমান :দ্রুত গতিতে ওভারটেক করতে গেয়ে পিকআপ ভ্যান উল্টে মৃত ২,আহত ১১ ।দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের গলসীর সারুলের কাছে। পিকআপের যাত্রীরা সকলেই বর্ধমানের কালনাগেটের কৃষিখামারে মাটির কাজ করতে যাচ্ছিলো  । 
পিকআপ ভ্যানটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলীতে পড়ে উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ও গলসী থানার পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।মৃত শ্রমিকের নাম অমর ক্ষেত্রপাল। বাকিদের চিকিৎসা চলছে। বেশ কয়েক ঘন্টা পর মৃত্যু হয় আরো এক জনের নাম শেখ হালু(৬০).
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment