স্নেহাশিষ মুখার্জি :মুর্শিদাবাদের বেলডাঙার কলেজ মাঠে আজ থেকে শুরু হল প্রথমবর্ষ বইমেলা | ডিসেম্বরের ২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৮ টা পর্যন্ত্ চলবে এই মেলা | প্রথম বর্ষ হিসাবে ভিড় ও সাধারণ মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মত,কমবেশি ১০০০ থেকে ১৫০০ মানুষের অগমন ঘটে প্রথম দিনেই,৪০ থেকে ৪৫টি বুক স্টলস দিয়ে শুরু এই মেলার..যদিও বেলডাঙা তে প্রায়ই খুনোখুনি বোমাবাজি সন্ত্রাস লেগেই থাকে | তারই মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেবার জন্য বেলডাঙা বই মেলা কমিটি এই বই মেলার আয়োজন আর মানুষজনের মধ্যে শিক্ষার চেতনা বাড়িয়ে বই মেলার প্রতি আকৃষ্ট করে সাংস্কৃতিকবোধ কে উন্নত করার লক্ষেই এই আয়োজন |
বিশিষ্ট সাহিত্যিক শ্রী সুকুমার রুজ মেলার উদ্বোধন করেন | এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ, রাষ্ট্রপতি পুরস্কার-প্রাপ্ত শিক্ষক মহম্মদ সলিম, নদিয়ার কালীগঞ্জের বিডিও নাজির হোসেন | এদিন জেলার পুলিশ সুপার মুকেশ বলেন "বেলডাঙার নামের সঙ্গে নানা ধরণের সন্ত্রাস,খুন,গোলাগুলির ঘটনাবলী জড়িত | এই ধরণের সাংস্কৃতিক ইভেন্টের মাধ্যমেই বেলডাঙার উত্তরণ ঘটবে | বেলডাঙার সম্পর্কে মানুষের ধারনা বদলাবে | তাই যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে | বই মেলার উন্নতির জন্য সবাইকে সাহায্যের হাত এগিয়ে দিতে হবে | তবেই বইমেলা সার্থক হবে" |
বিশিষ্ট সাহিত্যিক শ্রী সুকুমার রুজ মেলার উদ্বোধন করেন | এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ, রাষ্ট্রপতি পুরস্কার-প্রাপ্ত শিক্ষক মহম্মদ সলিম, নদিয়ার কালীগঞ্জের বিডিও নাজির হোসেন | এদিন জেলার পুলিশ সুপার মুকেশ বলেন "বেলডাঙার নামের সঙ্গে নানা ধরণের সন্ত্রাস,খুন,গোলাগুলির ঘটনাবলী জড়িত | এই ধরণের সাংস্কৃতিক ইভেন্টের মাধ্যমেই বেলডাঙার উত্তরণ ঘটবে | বেলডাঙার সম্পর্কে মানুষের ধারনা বদলাবে | তাই যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে | বই মেলার উন্নতির জন্য সবাইকে সাহায্যের হাত এগিয়ে দিতে হবে | তবেই বইমেলা সার্থক হবে" |
উক্ত বই মেলায় বিডিও নাজির হোসেন লেখক মামুদুর রহমান এর সম্পাদনায় 'ইচ্ছে ' নামক একটি বই উদ্বোধন করে বলেন ,' বই হচ্ছে জ্ঞানের আলো | আমি বেলডাঙার মানুষকে ধন্যবাদ জানাবো | বেলডাঙার নাম শুনলেই মানুষ আঁতকে উঠতো | সেই বেলডাঙার মানুষ আজ বই মেলা করছে | এটা আমার খুবই ভাল লাগছে | এখানকার মানুষ আজ যে বিভিন্ন রখমের সন্ত্রাস রাহাজানি ছেড়ে আজ বই মুখী সেটা মুর্শিদাবাদের প্রশাসনের কাছে আজ একটা বড় পাওনা" |
0 comments:
Post a Comment