এবার সানগ্লাসে ভিডিও শেয়ার

স্ন্যাপচ্যাট নামের মেসেজিং অ্যাপ কোম্পানি বাজারে ছাড়তে যাচ্ছে অনলাইনে ভিডিও শেয়ার করতে পারবে এমন এক ধরনের নতুন সানগ্লাস। স্ন্যাপচ্যাট এই অভিনব সানগ্লাসের নাম দিয়েছে স্পেকট্যাকলস।
এই সানগ্লাসে একটি ছোট ক্যামেরা বসানো রয়েছে। এ ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও সরাসরি স্ন্যাপচ্যাট অ্যাপে চলে যাবে এবং সেখান থেকেই তা অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা যাবে। এর লেন্সের কোণ হচ্ছে ১১৫ ডিগ্রি। ফলে এতে ধারণ করা ভিডিও দেখলে মনে হবে মানুষের চোখ দিয়েই দেখা দৃশ্যই দেখা যাচ্ছে।এই সানগ্লাসে ৩০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও একবারে রেকর্ড করা যাবে। এই স্পেকট্যাকলসের দাম হবে ১৩০ ডলার। 


সূত্র: বিবিসি
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment