বাংলাদেশে বিরোধীদের গলায় শেখ হাসিনার সরকার 'ভারতের দালাল"

NNS:বাংলাদেশে এর জাতীয় সাংসদ নির্বাচনের মুখেই ঘরোয়া রাজনীতিতে বিএনপি ও জামাতে শিবিরের চাপে এখন বেশ কিছুটা কোনঠাসা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকার |তিস্তা জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত না হওয়া ও টিপাইমুখে ভারতের বাঁধ দেবার সিদ্ধান্তকে কাজে লাগিয়ে বিএনপি তীব্র ভারত বিরোধী প্রচারের পাশে শেখ হাসিনার সরকারকে 'ভারতের দালাল সরকার 'বলে প্রচার শুরু করেছে |২০১৯ সালে বাংলাদেশে সাধারন নির্বাচনের আগে বিরোধিদের চাপে ঘরোয়া রাজনীতির স্বার্থে শেখ হাসিনার সরকার তিস্তা জলবণ্টন কার্যকর করার দাবিতে দিল্লিতে প্রবল চাপ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় রাজনৈতিক সহমত না হওয়ায় মোদি সরকার এখনও তিস্তা চুক্তি স্বাক্ষর করতে পারেননি |তবে মোদি সরকার বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ,রাজনৈতিক সহমত ও জাতীয়  রাজনীতির বাধ্যবাধকতা মেনে তাঁরা চুক্তি স্বাক্ষরে আগ্রহী |রাজনৈতিক মহল মনে করছে বাংলাদেশে এর আগামী সাধারন নির্বাচনের আগে তিস্তা বাংলাদেশে রাজনৈতিক প্রচারে বড় রাজনৈতিক ইস্যু করা হবে তার আগাম ইংগিত দিয়েছে বিরোধি দল বিএনপি নেতৃত্ব |
বাংলাদেশের সাধারন নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া আশা করেছিলেন যে ,মোদি সরকার বিএনপি সম্পর্কে নরম মনোভাব নেবে |কিন্তু নয়াদিল্লী বাংলাদেশে এর পরিস্থিতিতে আওয়ামী লিগ সরকারকে দেওয়া সমর্থনকে রাজি না হওয়ায় খালেদা জিয়া চিন ,পাকিস্থানমুখী হোয়ে উঠেছেন |সম্প্রতি ঢাকায় চিনের এক প্রতিনিধি দল খালেদা জিয়ার মন বুঝতে তার সঙ্গে সৌজন্যমুলক সাক্ষাতকারে মিলিত হন |ভারতের পক্ষে খালেদা জিয়াকে কোনোভাবে সমর্থন দেওয়া  সম্ভব নয় তার ঈঙ্গিত পেয়ে রাজনীতিতে অভিজ্ঞ  খালেদা জিয়া আবার চিন-পাকিস্তানপন্থী ও ভারত বিরোধী লাইন নিতে চলেছেন বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment