উত্তরবঙ্গে অসম সীমান্তে গোপন ঘাঁটি "কে এল ও" এর

NNS"কে এল ও" এর ওর প্রধান জীবন সিংহ এখনও আত্নসমর্পন করেনি বা তাকে গ্রেপ্তার করতে পারেননি |একাধিক কে এর ও নেতা জেলবন্দী হয়ে এখন প্রশাসনের সঙ্গে সমঝোতার মুডে রয়েছেন |জেলবন্দী কে এল ও নেতাদের অনেকেই সশস্ত্র পথ ছেড়ে মুল গণতান্ত্রিক ধারায় অংশ নেবার কথা ভাবছেন |পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কে এল ও -এর অস্তিত্ব নেই বললেই চলে |পুলিশ ও গোয়েন্দা সুত্রের মতে কেই এল ও জঙ্গীরা নতুন করে পশ্চিমবঙ্গ ও নামনি অসমের এলাকার সীমান্ত এলাকায় গোপন ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করছেন |কিছূ কে এল ও জঙ্গী এখনও মায়ানমার ও বাংলাদেশে রয়েছে.তারা কেই এল ও প্রধান জীবন সিংহের দিকে তাকিয়ে রয়েছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment