Indiapost24 Desk:আগামী কয়েকদিনের ভিতরেই কলকাতা হাইকোর্টে নিয়োগ হতে চলেছে আরও পাচজন নতুন বিচারপতি। বুধবার সুপ্রিম কোট এই বিষয়ে কেন্দ্রের কাচে সুপারিশ করেছে। এই পাচজনকে নিয়ে হাইকোটে বিচারপতির সংখ্যা দাঁড়াবে ৩৭ জন। যদিও কলকাতা হাইকোর্টে বিচারপতি দরকার ৭২ জন। সেই জায়গায় ছিল মাত্র ৩২ জন। এবছরে ইতিমধ্যেই তিনজন বিচারপতি অবসর নিয়েছেন। চলতি মাসে আর একজন অবসর নেবেন। এদিন যাদের নাম সুপারিশ করা হয়েছে তাদের ভিতরে আছেন, সব্যসাচী চোধুরি, শম্পা সরকার, অরিন্দম মুখাজী, রবিকিষান কাপুর এবং সাক্ষ্য সেন। হাইকোর্টের আইনজীবী মহলের বক্তব্য এই ভাবে বেশি দিন চলতে পারে না। নিদিষ্ট সংখ্যা বিচারপতি না থাকার জন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তারা আদালতে এসে ঠিক সময় মতো বিচার পাচ্ছেন না। বিচারপতি না থাকার জন্য মামলার পাহাড় জমে যাচ্ছে। অবিলম্বে এই বিষয়ে বিচার বিভাগকে হস্তখেপ করতে হবে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment