সেলিম আহমেদ :: আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে শহীদ তপন মন্ডলের পরিবারের হাতে অনুদান পৌছে দিতে দেশের স্বার্থে জীবনদান করা মুর্শিদাবাদের গর্ব তপন মন্ডলের মুর্শিদাবাদের শক্তিপুরের বাড়িতে যান মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক সুব্রত সাহা,
সঙ্গে উপস্থিত ছিলেন জেলার নেতা উৎপল পাল,কানাই রায়, জালালউদ্দিন আহমেদ প্রমুখ ও অসংখ সাধারণ মানুষ । উল্লিখিত যে গত 2 নভেম্বর বীর তপন মন্ডল জম্মুর সাম্ভা সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে শহীদ হন এবং তার শেষ কৃত্য সম্পন্ন হয় 4 নভেম্বর রাস্ট্রীয় মর্যাদায় ।
এইভাবে এদিন বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহা তার পরিবারের হাতে এক লক্ষ টাকা তুলে দিয়ে শহীদ পরিবারের পাশে থাকার সম্পূর্ণ আশসাস দেন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে ও তার পরিবারের কাউকে সরকারি চাকরি দেওয়ার বিবেচনাও করছে দল বলে জানান ।
সঙ্গে উপস্থিত ছিলেন জেলার নেতা উৎপল পাল,কানাই রায়, জালালউদ্দিন আহমেদ প্রমুখ ও অসংখ সাধারণ মানুষ । উল্লিখিত যে গত 2 নভেম্বর বীর তপন মন্ডল জম্মুর সাম্ভা সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে শহীদ হন এবং তার শেষ কৃত্য সম্পন্ন হয় 4 নভেম্বর রাস্ট্রীয় মর্যাদায় ।
এইভাবে এদিন বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহা তার পরিবারের হাতে এক লক্ষ টাকা তুলে দিয়ে শহীদ পরিবারের পাশে থাকার সম্পূর্ণ আশসাস দেন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে ও তার পরিবারের কাউকে সরকারি চাকরি দেওয়ার বিবেচনাও করছে দল বলে জানান ।
0 comments:
Post a Comment