Indiapost24 Desk:রক্তদানের অপর নাম জীবনদান | এক ফোটা রক্তের অনেক সময় হয়ে যায় অতিশয় মূল্য | আর এই রক্তটা কোন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা সম্ভব নয় | ফলে রক্তের একমাত্র উৎস হল মানুষের স্বেচ্ছায় রক্ত দান | তাই আপনার রক্তের বিনিময়ে আপনি করতে পারেন এক জনের জীবন দান | আর এই জীবনদানের উদ্দেশ্যেই আজ হাওড়ার ডোমজুরের ব্লক তৃণমূলের পরিচালনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় |
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা ,সেচ মন্ত্ৰী রাজীব ব্যানার্জী ,বিধায়ক হাজি নুরুল ইসলাম,রাজ্য তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক মুক্তার আলী ,সালামুদ্দিন লালা,মোহাম্মদ হানিফ প্রমূখ |উল্লেখ্য এই শিবিরে স্বেচ্ছায় ১৭৫ জন দাতা তাদের রক্ত দেন করেন.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা ,সেচ মন্ত্ৰী রাজীব ব্যানার্জী ,বিধায়ক হাজি নুরুল ইসলাম,রাজ্য তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক মুক্তার আলী ,সালামুদ্দিন লালা,মোহাম্মদ হানিফ প্রমূখ |উল্লেখ্য এই শিবিরে স্বেচ্ছায় ১৭৫ জন দাতা তাদের রক্ত দেন করেন.
0 comments:
Post a Comment