আবার কাঠগোড়ায় অ্যাপোলো হসপিটাল

মৃত্যুঞ্জয় সরদার :ই এম বাইপাসে অবস্থিত কলকাতার অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে আবার চিকিৎসার অবহেলার  কারনে রোগী মৃত্যুর গুরুতর অভিযোগ উঠলো। চিকিৎসা না করেই এক রোগীকে অ্যাম্বুলেন্স ফেলে রাখা হয় বলে অভিযোগ। শ্বাসকষ্টের সমস্যার গুরুতর অসুস্থ হয়ে পড়া দক্ষিন কলকাতার কসবার বাসিন্দা রাজাবাজার বিঞ্জান কলেজের কর্মী অলোক দাসকে নিয়ে আসা হয় কাদাপাড়া অ্যাপোলোতে।
 আজ ভোরে অসুস্থ হয়ে পড়া অলোক দাসকে অ্যাম্বুলেন্সে করে  অ্যাপোলো  হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরী বিভাগে ছুটে যান পরিবারের সদস্যরা। কিন্তু জরুরী বিভাগে বেড খালি না থাকায় অ্যাম্বুলেন্সেই পড়ে থাকেন অসুস্থ রোগী অলোক দাস হাসপাতাল কতৃপক্ষকে বারবার চিকিৎসা করার অবেদন জানালেও কোন চিকিৎসকই অসুস্থ হয়ে পড়া রোগীর অ্যাম্বুলেন্সের কাছে যাননি বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা চিৎকার করার পর অলোক দাসকে চিকিৎসকরা দেখেন,সেই সময়ই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। ফুলবাগান থানায় এনিয়ে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও হাসপাতাল কর্তারা এনিয়ে কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment