আজ গরিব মানুষের হাতে বাড়ি তৈরীর সার্টিফিকেট দেবেন মমতা!!!

Indiapost Web Desk-আজ রাজ্যজুড়ে গরিব মানুষের বাড়ি তৈরির সার্টিফিকেট দেবেন মমতা বন্দোপাধ্যায়ের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা করবেন। এই কর্মসূচির পোশাকি নাম 'বাংলার বাড়ি'। 

রাজ্যের 21 টি জেলার প্রায় 5 লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনায় বাড়ি তৈরির সার্টিফিকেট তুলে দেওয়া হবে। জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষ বাড়ি বানাতে পাবেন 1 লক্ষ 30 হাজার টাকা। রাজ্যের অন্য অংশের মানুষ পাবেন 1 লক্ষ কুড়ি হাজার টাকা। 
কি ধরনের বাড়ি হবে, তার নকশা করে দেওয়া হচ্ছে সরকারের তরফে। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমান আর্থিক বছরে তিন লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তাকে ছাপিয়ে 5 লক্ষ 68 হাজার মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি চান, সবার মাথায় যেন ছাদ থাকে। গরিব মানুষের আস্তানার অভাব না হয়। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কয়েক জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পর জেলায় জেলায় তা দেওয়া হবে। 31মার্চের মধ্যে বাড়ি তৈরীর কাজ শুরু করতে চায় রাজ্য সরকার।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment