গন সংগঠনকে শক্তিশালী সিপিএম নেতৃত্বের বার্তা

মৃত্যুঞ্জয় সরদার :পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নিবার্চন ও আগামী লোকসভা নিবার্চনের আগে সিপিএম নতুন করে অক্সিজেন পেতে এখন জেলায় জেলায়, এলাকায় এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছেন। জনবিচ্ছিন্নতা ও সাংগঠনিক ভরাডুবির ফলে পশ্চিমবঙ্গে  সিপিএম এখন কোনঠাসা অবস্থায় পড়েছে।

দীর্ঘদিন ধরে এই অবস্থা থেকে মুক্ত হতে দলের রাজ্য সম্পাদক সুর্যকান্ত মিশ্র নানা টোটকা দিলেও তা এখনও সেভাবে কাছে না আসায় হতাশ সিপিএমের রাজ্য শীর্ষ নেতৃত্বে।

এই পরিস্থিতিতে সিপিএমের শ্রমিক, কৃষক, ছাত্র, যুব,মহিলা সহ বিভিন্ন গনসংগঠনকে চাঙ্গা করতে একের পর এক কর্মসূচি নেওয়া হচ্ছে। সিপিএমের রাজ্য স্তরের নেতারা তৃণমূলের বিকল্প শক্তি হিসেবে উঠতে বিজেপিকেও রাজনৈতিক আক্রমন শুরু করে দিয়েছে।

তবে দলের গন সংগঠনগুলিকে শক্তিশালী করতে না পারলে যে রাজ্য রাজনীতিতে নিজেদের হারিয়ে যাওয়া  প্রাসঙ্গিকতা ফেরানো যে,দুরুহ কাজ তা মানছেন সিপিএমের রাজ্য স্তরের শীর্ষ নেতারাই।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment