চীনের বাজার বাজিমাত করে ফেললেন আমির

দেশে যখন জয়রথ চড়ছে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুরের ‘পদ্মাবত’র, ঠিক সেই সময়ে চীনের প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে আমির খানের  ছবি 'সিক্রেট সুপারস্টার'। প্রতিবেশি দেশ চীনের বাজারে ৪২০ কোটি টাকা ব্যবসা করার দুর্লভ মাইলস্টোন অতিক্রম করেছে ছবিটি।
'সিক্রেট সুপারস্টার' রচনা ও পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন এবং প্রযোজনা করেছেন আমির খান ও কিরন রাও।  মূখ্য চরিত্রে অভিনয় করেছেন জাইরা ওয়াসিম, মেহের ভিজে ও আমির খান।। মাত্র ১৫ কোটি টাকা  বাজেটের ছবিটি চীনে আয় করে ফেলেছে ৪০০ কোটির উপরে।এর আগে চীনে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল আমিরের ‘দঙ্গল’ও। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ই এখন পর্যন্ত চীনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ডধারী ভারতীয় চলচ্চিত্র।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment