সম্প্রতি ৪৪ এ পড়লেন বলিউডের এই হ্যান্ডসম হাঙ্ক, পাশাপাশি ২ সন্তানের বাবাও তিনি৷ তবুও ওয়ার্ল্ডে টপ মোস্ট হ্যান্ডসম পুরুষদের তালিকায় প্রথম স্থান দখল করে রাখলেন৷তিনি আর কেউ নন, তিনি হলেন বলিউডের গ্রীকগড হৃতিক রোশন৷ রবার্ট প্যাটিনসন, ক্রিস ইভান্স, হেনরি কেভিলদের মতো হলিউডের প্রথম সারির অভিনেতাদের পেছনে ফেলে একনম্বর স্থান ধরে রাখলেন হৃতিক৷
সম্প্রতি বিশ্বজুড়ে "ওয়ার্ল্ডটপমোস্ট ডট কম" এর সমীক্ষা অনুযায়ী, ২০১৮ তে সব থেকে হ্যান্ডসম ব্যক্তিত্বের অধিকারী তিনি৷ যদিও সেই তালিকায় আছে বলিউডের আরেক সুপারস্টারের নাম, তিনি হলেন বলিউডের ভাইজান সালমান খান৷ তিনি আছেন পঞ্চম স্থানে৷ এই প্রতিযোগিতার দৌড়ে আগে থেকেই এগিয়ে ছিলেন রবার্ট প্যাটিনসন৷ কিন্তু অবশেষে শেষ হাসি হাসলেন হৃতিক৷
একঝলকে দেখে নেওয়া যাক ওয়ার্ল্ডের টপ মোস্ট হ্যান্ডসমদের টপ ৯-এর তালিকায় কে কোন স্থানে রয়েছেন-
১. হৃতিক রোশন
২. রবার্ট প্যাটিনসন
৩. গডফ্রে গাও
৪. ক্রিস ইভান্স
৫. সালমান খান
৬. ডেভিড বোরেয়ানাজ
৭. নোয়া মিলস
৮. হেনরি কেভিল
৯. টম হিগডসস্টন
বিগত কয়েকবছর ধরেই হ্যান্ডসমদের তালিকায় শীর্ষস্থান অধিকার করে আছেন হৃতিক রোশন৷
সম্প্রতি বিশ্বজুড়ে "ওয়ার্ল্ডটপমোস্ট ডট কম" এর সমীক্ষা অনুযায়ী, ২০১৮ তে সব থেকে হ্যান্ডসম ব্যক্তিত্বের অধিকারী তিনি৷ যদিও সেই তালিকায় আছে বলিউডের আরেক সুপারস্টারের নাম, তিনি হলেন বলিউডের ভাইজান সালমান খান৷ তিনি আছেন পঞ্চম স্থানে৷ এই প্রতিযোগিতার দৌড়ে আগে থেকেই এগিয়ে ছিলেন রবার্ট প্যাটিনসন৷ কিন্তু অবশেষে শেষ হাসি হাসলেন হৃতিক৷
একঝলকে দেখে নেওয়া যাক ওয়ার্ল্ডের টপ মোস্ট হ্যান্ডসমদের টপ ৯-এর তালিকায় কে কোন স্থানে রয়েছেন-
১. হৃতিক রোশন
২. রবার্ট প্যাটিনসন
৩. গডফ্রে গাও
৪. ক্রিস ইভান্স
৫. সালমান খান
৬. ডেভিড বোরেয়ানাজ
৭. নোয়া মিলস
৮. হেনরি কেভিল
৯. টম হিগডসস্টন
বিগত কয়েকবছর ধরেই হ্যান্ডসমদের তালিকায় শীর্ষস্থান অধিকার করে আছেন হৃতিক রোশন৷
0 comments:
Post a Comment