জাতীয় সড়কে তোলাবাজদের পেটালো গ্রামবাসীরাই,বিচার জনতার দরবারেই

Indiapost24 Web Desk:জাতীয় সড়কে তোলাবাজি ও গুণ্ডামি করতে গিয়ে উত্তরদিনাজপুরের ইটাহারের বালিয়া পাড়ায় জাতীয় সড়কে গ্রামবাসীদের হাতে মার খেল তোলাবাজরা | পুলিশের সামনেই তোলাবাজদের উচিত শিক্ষা দিল গ্রামবাসীরা | তোলাবাজদের গাড়ী জ্বালিয়ে দেওয়া হল |  ৩৪ নম্বর জাতীয় সড়কে রায়গঞ্জের দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই লরি | অভিযোগ প্রকাশ যে , তোলাবাজরা লরিটিকে আটক করে টাকার দাবি করে | লরি চালক তা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয় | এরপরই লরি চালকের পাশে দাঁড়ান অন্য লরি চালকরা | জাতীয় সড়কে সার দিয়ে পরে লরি | এদিকে এনিয়ে খবর যায় ইটাহার থানায় | তোলাবাজদের আটকে রাখেন গ্রামবাসীরা | জেলার পুলিশের বড়কর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment