Indiapost24 Web Desk:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ লালবাগ মহকুমার কাপাসডাঙ্গা গ্রামপঞ্চায়েতের উদ্যোগে কাপাসডাঙার দুঃস্থ অসহায় ২০৪০ জন মানুষকে শীতবস্ত্র ও মশারি প্রদান করা হয় | এদিন লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন নিজের হাতে এই অসহায় দুঃস্থ মানুষগুলিকে শীতবস্ত্র ও মশারি প্রদান করেন | উপস্থিত ছিলেন এসডিও লালবাগ তপলেম লামা,এসডিপিও বরুন বৈদ্য ,আইসি লালবাগ আশীষ দেব , বিডিও রহমাত আলি ,মুর্শিদাবাদ জেলার ব্লক সভাপতি মশরাত শেখ ,লালবাগ মহকুমার শহর সভাপতি রাশু মণ্ডল প্রমুখ ব্যাক্তিত্ববর্গ |
উক্ত সভায় লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন বলেন "আমরা ধন্যবাদ জানাবো আমাদের নেত্রীকে, যাঁর নেতৃত্বে 2011 সালে বাংলায় সিপিএম নামক জগদ্দল পাথরটাকে সরিয়ে আমরা ক্ষমতায় এসেছি | দীৰ্ঘদিনের মানুষের সুপ্ত বাসনাকে সম্মান জানিয়ে আমরা একের পর এক জনহিতকর প্রকল্প মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি ও হচ্ছি| যা ৩৪ বছরে বাম আমলে কোনোভাবেই সম্ভব হয়নি কারণ সেইসময় কোন পরিকল্পনাভিত্তিক কাজ হয়নি | আমাদের সরকারের মূল উদ্দেশ্য মানুষের অভাব অভিযোগগুলি গুরুত্ব দিয়ে শোনা এবং পাশাপাশি সেগুলির সুষ্ঠ সমাধান করা | আজকের এই কর্মযজ্ঞও এর থেকে বিচ্ছিন্ন নয় | মানুষের সাথে মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য"
এই ভাবে এই সব গরীব ও অসহায় মানুষজন সহযোগিতা ও অনুদান পেয়ে সকারের প্রতি ও তাদের স্থানীয় নেতাদের কে হৃদয় স্থল থেকে আশীর্বাদ করে মা মাটি মানুষের সরকারের স্থায়িত্ব কামনা করে ..
উক্ত সভায় লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন বলেন "আমরা ধন্যবাদ জানাবো আমাদের নেত্রীকে, যাঁর নেতৃত্বে 2011 সালে বাংলায় সিপিএম নামক জগদ্দল পাথরটাকে সরিয়ে আমরা ক্ষমতায় এসেছি | দীৰ্ঘদিনের মানুষের সুপ্ত বাসনাকে সম্মান জানিয়ে আমরা একের পর এক জনহিতকর প্রকল্প মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি ও হচ্ছি| যা ৩৪ বছরে বাম আমলে কোনোভাবেই সম্ভব হয়নি কারণ সেইসময় কোন পরিকল্পনাভিত্তিক কাজ হয়নি | আমাদের সরকারের মূল উদ্দেশ্য মানুষের অভাব অভিযোগগুলি গুরুত্ব দিয়ে শোনা এবং পাশাপাশি সেগুলির সুষ্ঠ সমাধান করা | আজকের এই কর্মযজ্ঞও এর থেকে বিচ্ছিন্ন নয় | মানুষের সাথে মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য"
0 comments:
Post a Comment